২০
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা অনেক কমে আসবে।
এদিকে, সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। গতকাল থেকে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ