স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাঁটার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এজন্য সাধারণ মানুষকে সচেতন করতে সক্রিয় জীবনের বার্তা নিয়ে এবার হাঁটা কর্মসূচি পালিত হয়েছে রাজধানীর ধানমন্ডি এলকায়। যেখানে দুই শতাধিক মানুষের সঙ্গে ৫ কিলোমিটার হাঁটেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
শনিবার (৪ জানুয়ারি) সকালে “চলো হাঁটি: লেটস ওয়াক–ওয়াকাথন ২০২৫” শিরোনামে এই কর্মসূচির আয়োজন করে “লেটস ওয়াক” ও “রোটারি ঢাকা অবনী“।
সকাল ৮টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে হাঁটা শুরু করে জিগাতলা–শংকর–ধানমিন্ড ২৭ হয়ে আবার রবীন্দ্র সরোবরে এসে ওয়াকাথন শেষ হয়। ওয়াকাথনে অংশ নেন নানা শ্রেণি–পেশার মানুষ। একসঙ্গে প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন হোসেন জিল্লুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখ বশিরউদ্দিন। এরপর অংশগ্রহণকারীদের সঙ্গে তারা পুরোটা পথ হাঁটেন।
অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয়, বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি।“
সমাজে সুস্থ, সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।
চলো হাঁটি ওয়াকাথনের আয়োজক “লেটস ওয়াক” এর ফাউন্ডার ও চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন জানান, ঢাকা শহরে চারটি অঞ্চলে ওয়াকাথন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে লেটস ওয়াকের পক্ষ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে ওয়াকাথন।
“লেটস ওয়াক” এর কো–ফাউন্ডার সাবরিনা নওরিন লিমু জানান, হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক–মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই আয়োজন।
হাঁটা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও মেডেল বিতরণ করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।
এসএ