কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী এলাকায় রেললাইন ব্লক করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে বিচ্ছিন্ন রয়েছে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর শিক্ষার্থীরা মহাখালী রেলগেইটে অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রেললাইন ব্লক করায় ঢাকাগামী ও ঢাকা থেকে সকল ট্রেন আটকা পড়েছে। এসময় চট্টগ্রাম অভিমুখী ৮০২ চট্টলা এক্সপ্রেস আটকা পড়েছে।
রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান বলেন, রেলপথ বন্ধ থাকায় তেজগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় দুটি ট্রেন আটকে রয়েছে। এতে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ঢাকার রেলভবন জানিয়েছে, কমলাপুর অভিমুখী সিল্কসিটি এবং রাজশাহী বনলতা এক্সপ্রেস আটকা পড়েছে। শিক্ষার্থীদের অবরোধে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এসএ/দীপ্ত সংবাদ