কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির কারণে ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকেও আসছে না কোনো বাস।
কাল সোয়া ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, যাত্রী না থাকায় টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা। সারি সারি দাঁড়িয়ে আছে বাসগুলো।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মোহাম্মদ পাপ্পু বলেন, ‘টার্মিনালে যাত্রীর সংখ্যা খুব কম থাকায় আমরা বাস ছাড়িনি।‘
সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা যায়, টার্মিনালে আসা বেশ কয়েকজন যাত্রী বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টার মাস্টার মোহাম্মদ কাওসার জানান, সাধারণত প্রতি ঘণ্টায় তাদের বাস খুলনার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।
সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মীর শওকত হোসেন বলেন, সকাল থেকে একজন যাত্রীও টিকিট কিনতে আসেননি।
ইউনিক পরিবহনের কর্মী মো. সোহরাব জানান, ‘প্রতি ৩০ মিনিটে আমাদের বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে চলে যায়। বাস মালিকের নির্দেশে আজ রাস্তায় কোনো বাস চলাচল করছে না।‘
এদিকে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।
এসএ/দীপ্ত সংবাদ