শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

ঢাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল এক হাজার রোগী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প; যেখানে প্রায় এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পের আয়োজন করে গ্রিন এইচ আর ফাউন্ডেশন এবং একেএস ডায়াগনস্টিক সেন্টার। এটি ছিল ফাউন্ডেশনের ৩২৮তম পাঠচক্রের বিশেষ আয়োজন, যা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা প্রদান করা হয়। পাশাপাশি, একেএস ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে হোম স্যাম্পল কালেকশন সেবায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন এইচ আর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলি বুলবুল, . মুশাররফ হোসেন, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, এবং একেএস ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

গ্রিন এইচ আর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলি বুলবুল বলেন,

আমরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি। এটি আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ, এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

একেএস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি জানান, তারা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছেন, যাতে সমাজের সর্বস্তরের মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More