রাজধানী ঢাকার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যার ফলে আগের তুলনায় শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে শীতের তীব্রতা বাড়িয়ে তুলবে। তবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।