বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ আর্ক সামিট ২০২৫‘।
স্থান তৈরি, বাসস্থান গঠন–প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এই সামিটে অংশ নিচ্ছেন দেশ–বিদেশের স্থপতি, গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকেরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার স্থপতি মিনসুক চো। তিনি বিশ্বপরিসরে এশীয় স্থপতিদের নকশাচিন্তা ও স্থাপত্যচর্চার প্রভাব নিয়ে বক্তব্য দেন। সামিট চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।