রাজনীতির উত্তাপ ছাপিয়ে চলে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শুরু হতে বাকি আর কিছুক্ষণ। ভোটের আগের দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
আজ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ঢাকা–৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা–৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকাল ৮টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র (১২ নম্বর ওয়ার্ড–মৌচাক মার্কের্টের বিপরীত) থেকে দিনের কার্যক্রম শুরু করবেন।
ঢাকা–৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী সকাল ৮টায় খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেবেন।
ঢাকা–১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল এমপি সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন।
বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ঢাকা–১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা–১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মিরপুর ১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এসএ/দীপ্ত নিউজ