আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার কাফু। তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য এএফবি লাতিন–বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার প্রদান করবেন।
টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এতে অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে বাছাইকৃত একটি দল। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠন করবে দেশের একটি বয়সভিত্তিক দল।
পেশাদার বক্সার আসাদুজ্জামান হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লাতিন–বাংলা সুপার কাপে বাফুফেকে সম্পৃক্ত করা হয়েছে। এর আগে বিশ্বমানের ফুটবল তারকারা ঢাকায় এলেও, তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে এসেছিলেন, বাফুফের মাধ্যমে নয়।