‘টেস্ট দ্যা বেস্ট অব অস্ট্রেলিয়া’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী।
সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এই প্রদর্শনীর আয়োজন করে ফ্রেশকো ডিস্ট্রিবিউশন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে মিটআপ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন দেশের বিভিন্ন পাঁচ তারকা হোটেল, রেস্তোরাঁ ও সুপারশপের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।
বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোয়াজ্জাম হোসেন এবং অস্ট্রেড সাউথ এশিয়ার সিনিয়র ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনহাজ চৌধুরী।
অনুষ্ঠানে আরও অংশ নেন ল্যাভেন্ডারের সিইও টিডি পাকির, পিএসসি (অব.), সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল কবির ভূঁইয়া, এইস গ্রুপের সিওও সালেহ এম. খালেদ এবং এইস গ্রুপের সিইও আজহারুল ইসলাম।
প্রদর্শনীতে অস্ট্রেলিয়ান খাদ্যপণ্য অ্যালবা চিজ ও ব্ল্যাক ব্যাগ রোস্টারস কফি ইত্যাদির প্রদর্শনী করা হয়। ফ্রেশকো ডিস্ট্রিবিউশন জানায়, এসব পণ্য খুব শিগগিরই বাংলাদেশে বিপণন করবে তারা। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে আর বিভিন্ন প্রজাতির স্বাস্থ্যকর ও অর্গানিক খাদ্যপণ্য বাংলাদেশে নিয়ে আসার প্রতিশ্রুতির কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।