ঢাকায় জমে উঠেছে বেসিস সফট এক্সপো–২০২৩। এই আয়োজনের দ্বিতীয় দিন নতুন নতুন অনেক সফটওয়্যার প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলো সহজ করে দেবে মানুষের অনেক কাজ।
এটি সাধারণ কোনো টেবিল নয়। রেস্টুরেন্টে এই স্মার্ট টেবিল থেকেই করা যাবে খাবারের অর্ডার, দেওয়া যাবে বিল। খেলা যাবে গেমও।
ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত এক্সপোতে এই টেবিল প্রদর্শন করছে একটি আইটি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে সিসনোভা নিয়ে এসেছে সাইবার সিকিউরিটি টুলস ও সলিউশন।
‘স্মার্ট বাংলাদেশ” এগিয়ে নিতে সবক্ষেত্রে দেশি সফটওয়্যার ব্যবহার বাড়াতে, পণ্যের প্রদর্শনী করছেন অনেকে।
ওয়েলকাম টু স্মার্টভার্স‘ স্লোগানে চলা চার দিনের এই সফট এক্সপো শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।
যূথী/দীপ্ত সংবাদ