চার মাস ১২ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক।
মসজিদের দানবাক্সে এবারও টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল— ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই– সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।’
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে ৯টি দানবাক্স ও ট্রাঙ্ক খোলা হয়।
এমন আরেকটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা রয়েছে, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’। নাম–পরিচয়বিহীন সেই চিঠি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, প্রতিবারই দানবাক্সে পাওয়া যায় বিভিন্ন চিঠি ও চিরকুট। ২০২৪ সালের ১৭ আগস্ট দানবাক্স থেকে পাওয়া এক চিঠিতে লেখা ছিল— ‘আল্লাহ, শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ সেটি সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এসএ