তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করলো ব্রাজিল।
বুধবার (৩ জুলাই) সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে কলম্বিয়াকে ১–১ গোলে রুখে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা।
ম্যাচের শুরুতেই গোল করে লিড নেয় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ–পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা। পিছিয়ে পরে পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে বাড়ানো সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফুলব্যাক ড্যানিয়েল মুনোজ।
দ্বিতীয়ার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও ভালো আক্রমণ তুলতে পারেনি। দু একটা সুযোগ তৈরি হলেও তা গোছানো বা জোরালো ছিল না। বরং মিডফিল্ড ও রক্ষণে এলোমেলো ও ভুল পাস খেলে গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল সেলেসাওরা।
ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়েও গোল করতে পারেননি কলম্বিয়ার স্ট্রাইকার রাফায়েল বোরে। দ্বিতীয়ার্ধে গোলের এটাই সেরা সুযোগ ছিল কলম্বিয়ার।
দুই দলের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হয়েছে তা ম্যাচের পরিসংখ্যান দেখলেই বুঝা যাবে। ম্যাচে ব্রাজিলের বল দখল ছিল ৫১ শতাংশ আর কলম্বিয়ার ৪৯। কলম্বিয়া ১৩টি শট নিয়ে এগিয়ে থাকলেও অন টার্গেটে এগিয়ে ছিল ব্রাজিল। পাঁচটি শট অন টার্গেট রাখতে পেরেছে তারা।
উল্লেখ্য, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেয়েছে। আর কলম্বিয়া কোয়ার্টারে খেলবে গ্রুপ ‘সি‘ এর রানার্স আপ হয়ে আসা পানামার বিপক্ষে।
এদিকে, ম্যাচের সপ্তম মিনিটে হলুদ কার্ড পান ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ব্রাজিলের জার্সিতে কোয়ার্টার খেলতে পারবেন না ভিনি।
এসএ/দীপ্ত সংবাদ