ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি এবং ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল সোয়া দশটায় আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন আইনমন্ত্রী। দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের (আলমগীর) জেলে যেতে হবে এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো এখন পর্যন্ত জানি না তিনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন কিনা। তাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’
মোরশেদ আলম/দীপ্ত নিউজ