দেশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় না পাঠাতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দেশের সব সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি।
তিনি আরও জানান, গুরুতর রোগীদের চিকিৎসা স্থানীয় হাসপাতালে নিশ্চিত করার বিষয়ে আমরা কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছি। ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের ঢাকায় নিয়ে সময় নষ্ট করা অর্থহীন। এতে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে।
আইসিইউতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার বিষয়ে তিনি বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতাল আর্থিক লাভের জন্য রোগীদের সঙ্গে প্রতারণা করছে। আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় নিয়ে জরিমানা, গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।‘
দেশে স্যালাইনের অভাব নেই উল্লেখ করে ডা. আহমেদুল কবির বলেন, কিছু অসাধু লোক সংকট তৈরির চেষ্টা করছে। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।
এসএ/দীপ্ত নিউজ