শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পরিক্ষা–নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
নিহতের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন–অর–রশিদ বলেন, আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে হাসিমুখে কথা বলতেন। আমরা আজ আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।
রুপম/আল