১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৮ জন। বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১৫ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯২ জন, যাদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮১২ জন, যার মধ্যে ১৩ হাজার ৩৮৯ জন পুরুষ ও নয় হাজার ৪২৩ জন নারী।