৯১
ডিসেম্বর মাসে অপরিবর্তিত রাখা হয়েছে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৪৫৫ টাকা।
উল্লেখ্য, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল ৫ দফা আর বেড়েছে ৭ দফা।
এসএ