জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে উৎসাহ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের কাজ একটি টিমওয়ার্কের মতো। সবাই একত্রে কাজ করলে, সবার দায়িত্ব ও ঘাটতির বিষয়ে আলোচনা করা যায়। খেলোয়াড়রা যেমন একসঙ্গে মাঠে কাজ করে, ঠিক তেমনি সরকারও এক দল হয়ে কাজ করবে। আমাদের ভুল যেন পুরো টিমের সাফল্যকে ব্যাহত না করে।‘
তিনি আরও বলেন, ‘সরকার গঠনের পর প্রথম ছয় মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এখন সেগুলো ঠিক করে সম্পূর্ণ খেলার জন্য প্রস্তুত হতে হবে।‘
ডিসিদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘কো–অর্ডিনেশনের মাধ্যমে জেলা প্রশাসনকে আরও দক্ষভাবে পরিচালনা করতে হবে। জেলার দায়িত্ব একজন ডিসির ওপর। তবে, তার সঙ্গে বাকিদের ভালোকিছু সমন্বয় থাকতে হবে, যেন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা না ঘটে।‘
তিনি আরও বলেন, ‘নারী ও শিশুদের সুরক্ষা, সংখ্যালঘুদের রক্ষা—এগুলো আমাদের বিশেষ দায়িত্ব। সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকে, সরকারের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।‘