ফেসবুক তাদের লাইভ ভিডিও সংরক্ষণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক লাইভ ভিডিওগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
নতুন নীতিমালা অনুসারে, ১৯ ফেব্রুয়ারি বা তার পরে করা লাইভ ভিডিও মাত্র ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। ব্যবহারকারীরা চাইলে এই ৩০ দিনের মধ্যে ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন অথবা রিল বানিয়ে স্থায়ীভাবে রাখতে পারবেন। পুরনো লাইভ ভিডিওগুলোর ক্ষেত্রে আরও ৯০ দিন সময় পাবেন ডাউনলোড করে সংরক্ষণের জন্য। এরপর সেগুলোও ফেসবুক থেকে মুছে যাবে। তবে ডিলিটের আগে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নীতিমালার পেছনে বিশেষ কোনো কারণ উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে, স্টোরেজ খরচ কমানো, সার্ভার ব্যবস্থাপনা সহজ করা এবং ইউজারদের কনটেন্ট ব্যবস্থাপনায় আরও কার্যকর নিয়ন্ত্রণ দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
করণীয় কী?
যারা লাইভ ভিডিও সংরক্ষণ করতে চান, তারা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারেন—
ডাউনলোড করুন: লাইভ ভিডিওগুলো নিজস্ব ডিভাইসে সংরক্ষণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
রিল বানিয়ে সংরক্ষণ করুন: ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী, লাইভ ভিডিও থেকে রিল তৈরি করলে সেটি স্থায়ীভাবে সংরক্ষণ করা যাবে।
বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার: গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমের জন্য ইউটিউব বা ক্লাউড স্টোরেজের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
ফেসবুকের এই পরিবর্তন ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার, সাংবাদিক ও গণমাধ্যম সংস্থা, লাইভ সেমিনার ও ওয়েবিনার আয়োজনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রচারণার জন্য লাইভ ব্যবহারকারী ব্র্যান্ড ও কোম্পানির উপর এই পরিবর্তনের বেশি প্রভাব পড়বে। তাই যেসব ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও রয়েছে, তারা দ্রুত ডাউনলোড করে সংরক্ষণ করুন।