জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এজেন্ট, ব্যাপারী, হিমাগার মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলছে। কয়েকদিনের মধ্যে দাম না কমলে ডিমের মতো আলুও আমদানি করার সুপারিশ করা হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ হতে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আলুর দাম নিয়ন্ত্রণে নীলফামারীর অঙ্কুর হিমাগারে অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলেন।
এরপর সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, হিমাগার মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, হিমাগার মালিক ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
ইয়াছিন মোহাম্মদ সিথুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ