গত বছরের ঠিক এ সময়েই ডিমের ডজন প্রথমবারের মতো ১৫০ টাকা উঠেছিল। এ বছরের সেই সময়ে এসে ডিমের দামে নতুন রেকর্ড হলো। বাজারে প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে ১৬০ টাকায়।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানায়, বাজারে এখন প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ১৫৫ টাকা ডজনের ডিম আকারে ছোট। একটু বড় আকারের ডিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁস ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকার মধ্যে। এই দুই ধরনের ডিমের দামে কোনো পরিবর্তন আসেনি।
মালিবাগ বাজারের ডিম বিক্রেতা তানভীর হাসান বলেন, ফার্মের মুরগির একটি ডিম পাইকারিতে কিনতে হচ্ছে ১২ টাকার বেশি। সামান্য লাভ করে বিক্রি করলেও প্রতি ডজনের দাম ১৫০ টাকা ছাড়িয়ে যায়। এর মধ্যে অনেক ডিম ভেঙে যায়। তাতে খুচরায় প্রতি ডজনের দাম ১৬০ টাকার নিচে বিক্রি করলে লোকসান হয়।
শায়লা/ দীপ্ত নিউজ