টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বেশ কিছু বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার (৭ সেপ্টেম্বর) পোস্ট করা ওই ভিডিওতে মধুমিতা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তার সাহসী ও স্পষ্টভাষী এই বার্তা নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিও বার্তার শুরুতেই মধুমিতা বলেন, ‘ঠিক কোন কাজটা করা উচিত বুঝে উঠতে পারছি না। যাই করছি, তাই নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।‘ তিনি উল্লেখ করেন, ইংরেজিতে কথা বললে তাকে প্রশ্ন করা হয়, বাংলায় কথা বলতে অসুবিধা হয় কিনা। আবার, বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করেন, তারা কিছুই বুঝতে পারছেন না।
মধুমিতা আরও বলেন, শাড়ি পরে ছবি দিলে বলা হয়, ‘সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে!’ তার ভাষায়, ‘এত কথা বলছি বলে বলা হবে, আমি নাটক করছি। আবার ধীরে কথা বললে বলা হবে, ন্যাকামি করছি।‘
মধুমিতার এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন, নারীদের যেকোনো কাজকে নিয়ে সমাজে যে অযাচিত সমালোচনা ও দ্বৈত মাপকাঠির প্রচলন রয়েছে, তা তাকে প্রতিনিয়ত বিদ্ধ করছে।
ভিডিও বার্তায় মধুমিতা উল্লেখ করেন, পূজা করার ধরন নিয়েও তাকে কটাক্ষ করা হয়। তিনি বলেন, ‘পূজা করলেও বলা হবে নাটক করছি। আসলে আমাদের নারীদের সব সময়ই কটাক্ষ করা হয়।‘ তার এই বক্তব্য নারীদের ধর্মীয় আচরণ এবং ব্যক্তিগত বিশ্বাস নিয়ে সমাজের ভুল ধ্যানধারণার দিকে ইঙ্গিত করছে।
মধুমিতা আরও বলেন, “ডিভোর্সি আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?” তিনি উদাহরণ দিয়ে জানান, সমাজে একা থাকা নারীদের জীবন আরও কঠিন এবং তারা অবিরাম কটাক্ষ ও হয়রানির শিকার হন। এই বক্তব্যের মাধ্যমে মধুমিতা একা থাকা নারীদের জীবনযাত্রার কঠোর বাস্তবতাকে তুলে ধরেছেন।
ভিডিওর শেষে মধুমিতা স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে নিজের পোস্টের মন্তব্য বিভাগে করা কোনো মন্তব্যের দিকে তাকাবেন না তিনি। নেটিজেনদের কটূক্তিতে তিনি কতটা বিরক্ত তা এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।
মধুমিতা সরকারের এই ভিডিও বার্তা তার ভক্ত ও সমর্থকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত উঠে আসছে, কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ কেউ তার বক্তব্যের সমালোচনা করছেন। তবে, মধুমিতার এই স্পষ্টবাদী ও সাহসী বক্তব্য টালিউড এবং বৃহত্তর সমাজের নারীদের অবস্থান ও চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে।