সাভার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।
এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাসুদ করিম (৫০), রবিউল করিম সুলভ (৩০), পাবনা জেলার চাটমোহর থানার আব্দুল খালেক (৩৪) ও নাছির উদ্দিন (২৯)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে পুরাতন ইপিজেডের সামনে মেসার্স সানী এন্টারপ্রাইজের ম্যানেজার ইউসুফ আকন্দ ৪ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করে রাস্তায় দাড়িয়ে ছিলো। এসময় সাদা রঙের প্রাইভেটকার থেকে কয়েকজন বেড়িয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইউসুফকে গাড়িতে ওঠাতে চেষ্টা করে। এক পর্যায়ে তাকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২ লাখ ৬৪ হাজার টাকা, ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার, একটি বিদেশী পিস্তল, ওয়াকিটকি, ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাটোর, নারায়নগঞ্জ ও নোয়াখালীতে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাভার, আশুলিয়া, ধামরাই ও চন্দ্রা এলাকায় ছিনতাই সংঘটিত করার কথা স্বীকার করেছে। এই ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। আসামীদের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ