মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ভাত খেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর।
বুধবার (৬ ডিসেম্বর) সাইবার বুলিংয়ের শিকার হয়ে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের এখানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। তেমনি শাহজাহান ওমরও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তার অভিযোগ অনুযায়ী তদন্ত করে আমরা ব্যবস্থা নেওয়া হবে।’
‘ডিবির ভাতের হোটেল’ নিয়ে প্রশ্ন করা হলে ডিবিপ্রধান বলেন, ‘আমরা কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চেরও অফার করি। তারা যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান।’
শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন: শাহজাহান অনুপ্রবেশকারী নয়, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বাধা নেই: কাদের
আল/ দীপ্ত সংবাদ