স্পেনের রাজধানী মাদ্রিদে বসেছে ডিজিটাল চিড়িয়াখানা। ভিন্নধর্মী চমৎকার এই আয়োজন দেখতে ভিড় করছে শত শত পর্যটক।
এ এক অন্যরকম চিড়িয়াখানা। যেখানে বাঘ ও সিংহের গর্জন, হাতির ডাক সবই আছে। ব্যাঙ, সাপ, ঈগল, ময়ুর সবকিছুই আকৃষ্ট করছে দর্শনার্থীদের। আর এসব সম্ভব হয়েছে প্রযুক্তির কল্যাণে।
স্পেনের রাজধানী মাদ্রিদে নির্মাণ করা হয়েছে, প্রযুক্তি নির্ভর এই চিড়িয়াখানা। জুয়ান কার্লোস আই পার্ক নামের এই চিড়িয়াখানায় রয়েছে, ৫০০টির বেশি প্রাণী।
দীর্ঘ সময় হাটার পর ক্লান্ত দর্শণার্থীর জন্য আছে আপ্যায়নের ব্যবস্থা। ২৩ নভেম্বর চালু হয়েছে চিড়িয়াখানাটি। আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত এটি সবার জন্য উম্মুক্ত থাকবে।
আরও পড়ুন: বাঘের বিনিময়ে জলহস্তী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা
আল/ দীপ্ত সংবাদ