বিজ্ঞাপন
শনিবার, মে ৩, ২০২৫
শনিবার, মে ৩, ২০২৫

ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপি’কে চিঠি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি।

শুক্রবার (২ মে) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে (পরে দল থেকে ৫ মে বলা হয়েছে) দেশে ফিরবেন। জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসেবে দেশে আসবেন। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন ‘মাহবুব ভবনে’ থাকবেন।”

চিঠিতে আরও বলা হয়, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের সদস্য এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সে কারণে তার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

চিঠিতে ৪ ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেসশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

চিঠি দেবার বিষয়টি নিশ্চিত করে আবদুস সাত্তা বলেন, “উনার (ডা. জোবাইদা রহমান) নিরাপত্তা নিশ্চিত করতে এ চিঠি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

ডা. জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনী প্রধান ছিলেন। এরশাদের সরকার আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More