পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডানায়‘ পরিণত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সব মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।