৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে গণনা শুরুতেই সৃষ্টি হয়েছে বিতর্কের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভোট গণনার সময় ছাত্রশিবির ভিপি প্রার্থী সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন‘কে শামসুন্নাহার হলে দেখা গেছে।
অপরদিকে প্রায় একই সময় টিএসসি ভোট গণনা কেন্দ্রে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভেতর ঢুকতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ঢুকতে দেওয়া হয়নি ছাত্র অধিকার পরিষদ ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে গণনার সময় সেখানে কী করে শিবিরের প্রার্থী ঢুকলো তা জানতে চেয়েছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী হামিম।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, সিসি ক্যামেরা দেখে এ বিষয়ে জানানো হবে।
ছাত্র অধিকার পরিষদ ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা জানান, প্রার্থীদের কাউকে এবং সাংবাদিকদের ভোট গণনায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিসহ ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ গেট খোলার জন্যে তোড়জোড় করেও লাভ হয়নি।
এসএ