ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণার শেষ দিন আজ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের প্রচারনায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম–পরিকল্পনা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থী আনাগোনা কম ছিল। তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হলকেন্দ্রিক। দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
তিনি বলেন, অতীতের অপরাজনীতি সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে।
অপরদিকে, হল শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
তিনি বলেন, নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনা চ্যালেঞ্জিং। আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। আমরা এ বিষয়টি বেশি করে উৎসাহিত করছি।
বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ, রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক।
অপরদিকে, বিকালে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগপত্র দেয় ছাত্রদল।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।
এসএ