পাঁচ বছর পর ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণার শেষদিন ছিল গতকাল (৭ সেপ্টেম্বর)। এদিন বেশ বড় চমক নিয়ে এসেছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।
সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তাকে শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হক।
রবিবার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ–উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’
এবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগ খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেয়া একজন ক্রিকেটার। ক্রীড়া সম্পাদক পদে তকি লড়ছেন আরও ১২ জনের সঙ্গে।