ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জালালকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে জালালের বিরুদ্ধে। পরে হল প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে।
আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের ছাত্র। জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।
আহত রবিউল চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ঘটনার বর্ণনায় বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে প্রবেশ করে লাইট জ্বালান এবং শব্দ করতে থাকেন। প্রতিবাদ করলে আমাকে বহিরাগত বলে গালাগাল করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এসময় আমি কোনোরকমে নিজেকে রক্ষা করি।”
ঘটনার পর মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন। প্রাধ্যক্ষ জানান, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি তদন্ত করে জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনার কোনো প্রভাব ডাকসু নির্বাচনে পড়বে না।”