ঠাকুরগাঁও জেলা পরিষদ উপ–নির্বাচনে চেয়ারম্যান পদে এসএমএ মঈনের ঋনখেলাপীর দায়ের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৫ ফ্রেরুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন মনোনয়ন যাচাই বাছাই শেষে এ রায় দেন জেলা নির্বাচন কমিশন।
মনোনয় বাতিলের কারন হিসেবে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, স্থানীয় সরকার (জেলা পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১৪ এর বিধান অনুসারে বাছাই করে মনোনিত প্রার্থী এস এম এ মঈন এর মনোনয় পত্রটি বাছাইকালে দেখা যায় বাংলাদেশ ব্যাংক এর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এর স্মারক নম্বর সিআইবি–৫(১)/২০২৪–৪৯৯, ১৪/০২/২০২৪ খ্রি: মোতাবেক তিনি “সাসটেইনেবল এনার্জি এন্ড এগ্রো রিসোর্সেস লিমিটেড” নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় তাকে ঋণখেলাপি হিসেবে গণ করা হয়েছে।
আরও পড়ুন: কুসিক উপ–নির্বাচন: ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
চেয়ারম্যান প্রার্থী এস এম এ মঈন বলেন, ঋণখেলাপি থাকতেই পারে। আমি উচ্চ আদালতে গিয়ে রিট করে প্রার্থীতা ফেরতের আবেদন করবো।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী ইন্তেকালের কারনে উপ নির্বাচনে তফশিল ঘোষণার পর গত ১৩ ফেব্রুয়ারি এস এম এ মঈন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল জেলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা সহ মোট তিন জন মনোনয়ন পত্র দাখিল করেন। আগামি ৯ মার্চ জেলা পরিষদের উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হিমেল / আল / দীপ্ত সংবাদ