দেশের উত্তর জনপদের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও। চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও, জাগ দেওয়ার পানির অভাবে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বর্ষার শুরুতেই বৃষ্টি হওয়ায়, খালবিলগুলোতে পানি জমেছিল। প্রথম দিকে সেই পানিতে যারা পাট জাগ দিয়েছেন, তারা এখন ব্যস্ত ধোয়ার কাজে।
তবে পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে শংকায় পড়েছেন বেশিরভাগ চাষি। প্রতিবছর জাগ দেয়া ও অতিরিক্ত পরিশ্রমের কারণে, পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে।
পানি স্বল্পতার জন্য চাষিদের বিকল্প পদ্ধতিতে পাট জাগ দেয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চলতি বছর জেলায় পাটের আবাদ হয়েছে ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে। তবে আগামী মৌসুমে জমির পরিমাণ কমে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এসএ/দিপ্ত নিউজ