ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে মেধো রানী (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উত্তর ডাঙ্গাপাড়া গ্রামে একটি কাঁঠাল গাছ থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেধো রানী ওই গ্রামের চিম্মু চন্দ্র সিংহের স্ত্রী। তিনি তিনটি সন্তানের জননী। এবং তারার বাবার বাড়ী একই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য অকুল কুমার সিংহ বলেন, মেধো রানী মেয়ের বাড়ী থেকে ফেরার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তার স্বামী পাশের আরেকটি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ তার মেয়ে মাকে দেখতে না পেয়ে বাবাকে জানান। অনেক খোঁজাখুজির পর রোববার সকালে স্থানীয়রা বাড়ীর পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে মেধো রানী মানসিক রোগে ভুগছিলেন। স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে, রাগ করে হয়তো আত্মহত্যা করেছেন তিনি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হিমেল / আল / দীপ্ত সংবাদ