চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামের এক যাত্রী। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই কিশোর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে । পেশায় তিনি ছিলেন একজন অটোরিকশা চালক।
এর আগে দুপুরে চাঁদপুর–লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদের মধ্যে অন্য–যাত্রীর সঙ্গে দেলোয়ারও ছিল। এ সময় হঠাৎ করে সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসার পথে উয়ারুক নামক স্থানে ট্রেনের ছাদ থেকে তিনি পড়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম করার পর স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
এমি/দীপ্ত