গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দুই ঘন্টা পর ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় ।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পৌনে ৭টায় ঢাকা–ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে ।
শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ওই রোটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে আনা হয়েছে ।
সাইদুর রহমান জানান, সকাল পৌনে ৭টায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। পরে ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর–ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শায়লা/ দীপ্ত নিউজ