যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বেড়েছে। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা। ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা সভাপতি‘র দেওয়া এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও।
নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে, তা এখনো জানা যায়নি। ২০২৪ সালে ফ্লোরিডার মায়ামিতেও একটি অফিস খুলেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থার আইনি বিভাগ, মায়ামিতে কাজ করছে এবং ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবল নিয়োগ করা হয়েছে।
গত বছর থেকে ট্রাম্পের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে ইনফান্তিনোকে। হোয়াইট হাউস ও ট্রাম্পের ফ্লোরিডার আবাসস্থলে ইনফান্তিনোকে অনেকবারই দেখা গেছে। এ বছর ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও গিয়েছিলেন ইনফান্তিনো।