বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ট্রামকে বিদায় জানাচ্ছে কলকাতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যের একটি বিশেষ অংশ ট্রাম। দেড়শ বছর ধরে সেখানে এই পরিবহন ব্যবস্থা চলছে। এবার সেই ট্রাম পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, কলকাতার জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, শহরের রাস্তার পরিমাণ বাড়েনি। কলকাতার রাস্তার মাত্র ৬ শতাংশ জায়গা গাড়ির জন্য বরাদ্দ। তাই পরিবহনের বাড়তি চাপ সামলাতে ট্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হচ্ছে।

এমন ঘোষণার পরপরই কলকাতার ট্রামপ্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে ইতোমধ্যে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন।

তবে ‘ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালু থাকবে। মূলত দেশবিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের জন্য সীমিত পরিসরে ট্রাম চলবে।

১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবার ঘোড়ায় টানা ট্রামের যাত্রা শুরু হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত চলত সেই ট্রাম। পরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। পুরনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More