আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ‘ট্রাভেল পাস‘ হাতে পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ট্রাভেল পাসের জন্য যুক্তরাজ্যে, বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছিলেন তারেক রহমান।
জানা যায়, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। ২০২৪ সালে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি।
বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর, বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে।
এসএ