রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হচ্ছেন ৩০০ শিক্ষার্থী। এর জন্য শিক্ষার্থীদের সম্মানীও দেওয়া হবে।
সোমবার (২১ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইন্সে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ডিএমপির ট্রাফিক পক্ষ–২০২৪ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পূর্ব ঘোষণা অনুসারে ডিএমপির ট্রাফিক পক্ষের কার্যক্রমে প্রাথমিকভাবে ৩০০ শিক্ষার্থীকে সম্মানীসহ যুক্ত করা হয়েছে। পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের আমরা একটা সম্মানী দেবো, এ সম্মানীটা এখানে বলতে চাইছি না। একটা রিজনেবল সম্মানী তাদের দেবো।’
তিনি বলেন, ‘এই ছাত্র ভাইয়েরা যদি রাস্তায় থাকেন তাহলে, ট্রাফিক নিয়ন্ত্রেণ আরও সহজ হবে। আপনারা দেখেছেন ৫ আগস্টের পরে তারা রাস্তায় ভালো কাজ করেছে। এখন আমাদের সঙ্গে কাজ করে, তারা হয়তো রাস্তার পরিস্থিতিটা কিছুটা উন্নত করতে পারবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বৈধ–অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। শুধু সরকার কিংবা পুলিশের মাধ্যমে কাজ করে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরে বসবাসকারী প্রত্যেকটি জনগণের সস্পৃক্ত করা।’
ঢাকার জনসংখ্যা যে এখন দুই কোটির বেশি, তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ঢাকার রাস্তাগুলো অপ্রতুল হওয়ায় যানবাহন সামলাতে হিমশিম খাচ্ছে। ঢাকায় যে পরিমাণ রাস্তা থাকা দরকার, বাস্তবে তা নাই। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের ঢাকামুখিতা কমানো যাচ্ছে না।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি মো. ময়নুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসএ