সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ(ইটনামিঠামইনঅষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলে অন্য সদস্যরা হলেনবিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে ফজলুর রহমান বলেন, ‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।’

ক্ষমা প্রার্থনা গ্রহণ করে ট্রাইব্যুনাল বলেন, আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না।

এ সময় ফজলুর রহমানের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন আইনজীবী।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপি এই নেতাকে সোমবার সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে ট্রাইব্যুনাল। এরমধ্যেই গত বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More