টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা।
মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ এ দল। সফরে শুধু টি–টোয়েন্টি নয় আছে একটি চারদিনের ম্যাচও। কারণ আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।
২৮ আগস্ট শুরু হবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ। তাই স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের। সাত দলের এই টুর্নামেন্টে নুরুল হাসানের নেতৃত্বে খেলবে টাইগাররা। দুই ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। আগামী ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল।