ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল নেপাল। টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের করে নিল হিমালয়ের এই দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নেপাল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপাল ক্যারিবীয়দের ৯০ রানে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে নেপাল। ইনিংসের নায়ক ছিলেন আসিফ শেখ ও সন্দীপ জোরা। আসিফ খেলেন ৬৮ রানের ঝলমলে ইনিংস, আর জোরা ব্যাট থেকে আসে ৬৩ রান।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নেপালি বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভার এক বলে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় তারা। নেপালের পক্ষে আদিল আলম ৪ ওভারে ২৪ রান দিয়ে চারটি উইকেট নেন। তাকে দুর্দান্ত সহায়তা দেন কুশল ভুর্তেল, তিনি শিকার করেন তিন উইকেট।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে স্বপ্নযাত্রা শুরু করেছিল নেপাল। দ্বিতীয় ম্যাচে আরেকটি দাপুটে জয় এনে দিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে দলটি।
এই জয়কে নেপালি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে নেপালের উত্থানের বার্তা দিয়েছে এই জয়।