প্রায় দুই বছর পর টেস্ট ক্যারিয়ারে শতকের দেখা পেলেন মুমিলুল হক। ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ১২৩ বলে ১২ টি বাউন্ডারিতে শতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আফগান পেসার আহমাদজাইর করা ইনিংসের ৭৩তম ওভারের ২য় বলে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে তুলে মেরে শতকের ঘর স্পর্শ করেন তিনি।
মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত, লিটন ও মুমিনুলের ব্যাটে ভর করে খুব দ্রুত রান তুলে ইনিংস ডিক্লারেশনের দিকে এগোচ্ছে দল। তবে বেশ দেখে শুনে ব্যাট করেই নিজের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল।
বিগত কয়েক সিরিজ ও ইনিংস ধরে ব্যাট হাতে বাজে সময় পার করছিলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সর্বোচ্চ ১২ টি সেঞ্চুরি করেছেন এই লিটলমাস্টার। ১০ টি সেঞ্চুরি করে যৌথ ভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ইমাম/দীপ্ত নিউজ