ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারে নিজের তৃতীয় শতক তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। ১১৮ বলে ১৮ টি চারের সাহয্যে তুলেন নেন শতক।
শুরুতে দলের বিপর্যয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাটিং করতে আসেন শান্ত। গত কয়েক সিরিজ থেকেই দারুণ ফর্মে রয়েছেন তিনি। বিগত সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরার ফর্মই মিরপুর টেস্টে নিয়ে আসেন তিনি।
খুব দ্রুতই রানের চাকা সচল রেখে মধ্যাহ্ন বিরতির আগে তুলে নিয়েছিলেন অর্ধশতক। বিরতির পর আরও দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। বিরতির পর নেমে আফগান বোলার নিজাত মাসুদ ও আমির হামজার পরপর দুই ওভারেই ৫টি বাউন্ডারি মারেন।
অন্যদিকে নিজের তৃতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৭ টি চারে ১০২ বলে তুলে পূরণ করেন অর্ধশতক।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভার ৩ বল শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৮১ রান।
ইমাম/দীপ্ত নিউজ