মিরপুর স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন, ইনিংস পরাজয় এড়াতে ব্যাট করছে সফরকারী আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) মিরপুরে ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আয়ারল্যান্ড।
বুধবার (৫ এপ্রিল) দিনের শেষ সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের ইনিংস থেকে ১২৮ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছে আইরিশরা।
এই টেস্টের তৃতীয় দিনেই জয় তুলে নিতে দ্রুত আয়ারল্যান্ডকে থামাতে হবে বাংলাদেশের। ১২৮ রানের মধ্যে অতিথিদের বাকি ছয় উইকেট নিতে পারলে তিন দিনেই ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ নিতে পারবে সাকিব আল হাসানের দল।
তৃতীয় দিনে প্রথম সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। পিটার মুরকে ফিরিয়ে ভাঙলেন আইরিশদের প্রতিরোধ।
স্পিনার দিয়ে আক্রমণ শুরু করে উইকেট না পাওয়ায় দিনের ১৩ ওভার পর বাঁহাতি পেসারের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলকে আনন্দে ভাসালেন শরিফুল।
দলীয় পঞ্চাশ পেরোনোর পরপর ১৬ রানে ফিরলেন মুর। তার বিদায়ে ভাঙল ১৫৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
৪৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৭৯ রান।
নতুন ব্যাটসম্যান লরকান টাকার। ৩৯ রান নিয়ে খেলছেন হ্যারি টেক্টর।
অনু/দীপ্ত সংবাদ