শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

টেন্ডুলকার-সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭টি চারের সাহায্যে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে টপকে যান তিনি।

ওয়ানডে ও টিটোয়েন্টি মিলিয়ে ৪৩০ ম্যাচে কোহলির মোট রান এখন ১৮ হাজার ৪৩৭। অন্যদিকে টেন্ডুলকার ৪৬৪ ম্যাচে করেছিলেন ১৮ হাজার ৪৩৬ রান। ফলে মাত্র ১ রানের ব্যবধানে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে ক্রিকেটে কোহলির ম্যাচ সংখ্যা ৩০৫, যেখানে তার সংগ্রহ ১৪ হাজার ২৫৫ রান। টিটোয়েন্টিতে ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। উল্লেখ্য, গত বছর টিটোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।

আজকের ইনিংসের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। তিনি শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান, ৪০৪ ম্যাচ) টপকে যান।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। তিনি ৪৬৩ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। সেই হিসেবে কোহলি এখনও টেন্ডুলকারের চেয়ে ৪,১৭১ রান পিছিয়ে রয়েছেন।

ক্রিকেটবিশ্বে কোহলির এই অর্জনকে স্বাগত জানিয়ে প্রশংসা করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More