সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ডেটিং ফিচার যুক্ত করবেন ইলন মাস্ক। আগামী বছর থেকে এ ফিচার চালু করার ঘোষণা দিয়েছেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। সম্প্রতি বিজনেস ইনসাইডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, টুইটারের নাম এক্স–এ পরিবর্তন করার মাসখানেকের মধ্যে এর মালিকানা নেওয়ার বর্ষপূর্তি উদযাপন করেন বিশ্বের শীর্ষ এ ধনী। সে সময় কর্মীদের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ ঘোষণা দেন মাস্ক।
এক্স প্ল্যাটফর্মে ডেটিং অ্যাপের সব সুবিধা পাওয়া যাবে। তবে এটি কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি মাস্ক। তবে অন্যান্য ডেটিং অ্যাপের মতো এটিও সাবস্ক্রিপশন ভিত্তিক হবে তা নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের মধ্যেই ডেটিং অ্যাপের ফিচার চলে আসবে টুইটারে। তবে ব্যবহারকারীদের বেশ খরচ করতে হবে টুইটারের নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য। তবে ঠিক কী কী ফিচার পাওয়া যাবে এক্স এর ডেটিং অ্যাপে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে মেটাকে টেক্কা দিতে ‘এক্স’–এ অডিও–ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দেন ইলন মাস্ক। আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে নতুন অডিও–ভিডিও কলের সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহারকারীরা কল করতে পারবেন।
আল/ দীপ্ত সংবাদ