টুইটারের মালিকানা কেনার পর আবারও মজার কাণ্ড করেছেন ইলন মাস্ক। নিজের পোষা কুকুর ফ্লোকি কে সিইওর চেয়ারে বসিয়ে সেই ছবি পোস্ট করে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। টুইটারের সিইওর পদ থেকে বরখাস্ত করেন পরাগ আগরওয়ালকে। সেই চেয়ারে বসেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয়ার পর থেকে বহু নাটকের জন্ম দেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক কাণ্ড। কাণ্ডটি টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে।
অবশেষে নাকি ইলন নতুন সিইও খুঁজে পেয়েছেন। সেই সিইও আর কেউ নন, ইলনের প্রিয় পোষা কুকুর! আর ক্যাপশনে লেখা ‘টুইটারের নতুন সিইও চমৎকার‘। শুধু তাই নয়, অন্য কারো চেয়ে সে বেশ ভালো বলেও আরেক পোস্টে জানান ইলন।
সম্প্রতি টুইটারে এ সংক্রান্ত পোস্ট দেখে চমকে উঠেছে পুরো নেটদুনিয়া। চলছে নানা আলোচনা–সমালোচনার ঝড়।